জুলাই ৩১, ২০২৩, ০২:৩০ পিএম
আসছে ১২ আগস্টের আগেই পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে বলে আবারও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানে বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। দেশটির সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের পর জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হয়। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১২ আগস্টের আগেই জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, চলমান জাতীয় সংসদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তাদের আগেই এটি ভেঙে দেওয়া হবে। তারপর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”
শরিফ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে পরামর্শ করে নেওয়া হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, “জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।” চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নওয়াজ শরিফের সাথে এই বিষয়ে পরামর্শ করবেন বলেও তিনি জানান।
এদিকে, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের কাজ শেষ হয়েছে বলে দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএলএন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিডিএম জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা করে ৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এই তালিকায় কাদের নাম রয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
অপরদিকে, পাকিস্তানের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে বর্তমান অর্থমন্ত্রী ইসহাক দারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে চাইলেও বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব দলের গ্রহণযোগ্য নিরপেক্ষ কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা তিনি জানিয়েছেন।