ইউক্রেন সীমান্তে বেলারুশ সেনা, রাশিয়ার পক্ষে যুদ্ধের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৯:৪৫ পিএম

ইউক্রেন সীমান্তে বেলারুশ সেনা, রাশিয়ার পক্ষে যুদ্ধের প্রস্তুতি

বন্ধুরাষ্ট্র রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। এজন্য ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দেশটির ব্রেস্ট শহরের বাইরে  বেলারুশের বিশেষ সামরিক বাহিনী অনুশীলন শুরু করেছে। এই স্থানটি ইউরোপিয় ইউনিয়ন(ইইউ) ও উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সদস্য রাষ্ট্র পোল্যান্ড থেকে চার কিলোমিটার ও ইউক্রেন থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ওই স্থানে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সেনাবাহিনীর বিশেষ বাহিনী অনুশীলন করছে। যুদ্ধক্ষেত্রে সেনারা হাঁটু বাঁকানো পায়ে অবতরণ করার প্রশিক্ষণ নিচ্ছিল।

সামরিক অনুশীলনের বিষয়ে  বেলারুশ চিফ অব জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেলারুশ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। এ অবস্থায় বেলারুশ দক্ষিণে মহড়ার জন্য বিশেষ বাহিনী প্রস্তুত করেছে।

বেলারুশের স্পেশাল অপারেশন ফোর্সের ডেপুটি কমান্ডার ভাদিম লুকাশেভিচ এএফপিকে বলেন, আমরা যে কোনো কাজ সম্পন্ন করতে প্রস্তুত, যদি সবচেয়ে কঠিন কাজগুলোও করতে হয়। 

তিনি আরও বলেন, আমরা বেলারুশকে রক্ষা করব। তিনি মনে করেন না যে, রাশিয়া ও বেলারুশ আরও গভীরভাবে একীভূত হতে পারে। তবু মিনস্ককে প্রস্তুত থাকতে হবে বলে তিনি মনে করেন।

লুকাশেভিচ বলেন, বেলারুশীয়রা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু কোনো আঘাত এলে আমরা পিছিয়ে থাকব না।

Link copied!