জুলাই ১৩, ২০২৩, ০৮:২২ পিএম
ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ দেওয়ার ইঙ্গিত পাওয়ার পর এ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ওয়াশিংটন ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে বিষয়টিকে ‘পারমাণবিক হুমকি’ হিসেবে দেখবে মস্কো। যুক্তরাষ্ট্রের এই বিমানের পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা থাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
সের্গেই ল্যাভরভ বলেন, “এসব বিমানের পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাকে মস্কো উপেক্ষা করতে পারে না। এক্ষেত্রে কোনো আশ্বাসই কাজে দেবে না “
প্রসঙ্গত, রুশ বাহিনীকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে বেশ কয়েক মাস ধরে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। তবে এই যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনিয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এই ঘোষণা নির্দেশ করে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান এফ-১৬ দিতে যাচ্ছে ইউক্রেনকে।