ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর ছোড়া মিসাইলগুলোর একটি রাজধানী কিয়েভে অবস্থিত জার্মান দূতাবাসের মধ্যে পড়েছে। তবে জার্মান দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দূতাবাসটি গত ফেব্রুয়ারি থেকে আর ব্যবহার করা হচ্ছে না। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও রয়টার্সের পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কিয়েভে তাদের দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারাস নামে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, মিসাইল পড়ার সময় দূতাবাস বন্ধ ছিল।
এক টুইট বার্তায় তারাস জানান,রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তারাসের টুইট বার্তার জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেছেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়ে থাকতে পারে।
এর জবাবে জার্মান দূতাবাসের কর্মকর্তা তারাস জানান, রাশিয়ার মিসাইল যেখানে আঘাত হেনেছে সেখানে একসময় জার্মান দূতাবাস থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এর কোনো কার্যক্রম নেই।এছাড়া, পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনো কার্যক্রম চলছে না। সেখানে ইইউ’র কোনো কর্মকর্তা নেই বলেও জানান তারাস।