ইউরোপজুড়ে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ০১:৩২ এএম

ইউরোপজুড়ে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫০ ছাড়াল

জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম-সহ ইউরোপের বিভিন্ন দেশে বন্যায় এ পর্যন্ত মৃত্যু ১৫০ ছাড়িয়েছে। এখনও শত শত লোক নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির পশ্চিমাঞ্চল। এ অঞ্চলে বন্যার কারণে জরুরি পরিষেবাও বিঘ্নিত হচ্ছে।  তবে উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

আকস্মিক এ বন্যায় অনেকেই বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন। জার্মানির স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এই বন্যাকে 'মৃত্যুর বন্যা' হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। 

বন্যার প্রভাবে বেশ কিছু এলাকায় সড়ক ও বাড়িঘর ডুবে গেছে। দেশের বেশ কয়েকটি জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার জলের তোড়ে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে গেছে, গাছ উপড়ে পড়েছে, গাড়ি ভেসে গেছে। এলাকাবাসীরা বলছেন, গত ২০ বছরের মধ্যে এমন বন্যা তারা দেখেননি।

এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করতে জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে নর্থ রাইন ভেস্টফালৎস ও রাইনল্যান্ড ফ্যালৎস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি পরিষেবা চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে রাইনল্যান্ড ফ্যালৎস সরকার।

যুক্তরাষ্ট্র সফররত জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল  এই বন্যা-পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বন্যাপীড়িত অঞ্চলে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার দুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
 
বেলজিয়ামেও বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বেলজিয়ামে বন্যায় মৃত মানুষের সংখ্যা ২০ ছাড়িয়েছে। দেশের একটি অঞ্চলের প্রায় ২১ হাজার মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা দি ক্রো এই বন্যাকে দেশটির ইতিহাসে সব চেয়ে বড় প্রকৃতি বিপর্যয় আখ্যা দিয়েছেন।

সূত্র: জি নিউজ।

Link copied!