ইমরান খানের কাছে পদত্যাগপত্র দিয়েছেন পাঞ্জাবের মুখমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০৩:৩৭ পিএম

ইমরান খানের কাছে পদত্যাগপত্র দিয়েছেন পাঞ্জাবের মুখমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সোমবার দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব তুলেছে বিরোধী দলগুলো। অনাস্থা প্রস্তাব ওঠার আগের দিন ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশাল সমাবেশ করে। গতকাল বড় এক সমাবেশ করে বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম)। সমাবেশে বিরোধী জোটের নেতারা বলেন, ইমরানের দলের প্রথম উইকেটের পতন হয়েছে। এবার ইমরানের পদত্যাগের পালা। 

প্রথম উইকেট বলতে বিরোধীরা মূলত পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের কথা বলছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো গতকাল পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হয়। অনাস্থা প্রস্তাব ওঠার পরই পদত্যাগ করেন বুজদার। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী গভর্নরের বদলে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Link copied!