ইসরাইলকে একতাবদ্ধ করার শপথ নিলেন নাফতালি বেনেট

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ০১:৫৭ পিএম

ইসরাইলকে একতাবদ্ধ করার শপথ নিলেন নাফতালি বেনেট

দীর্ঘ অচলাবস্থা শেষে আবারো ইসরাইলকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন দেশটির নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি জানান, 'সকলের উন্নতির জন্য কাজ করবো'। সরকার গঠনের পর শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি 'লাল ফিতার দৌরাত্ম্য' হ্রাস করবেন বলেও জানান এই ইসরাইলি নেতা।

বক্তব্যে নাফতালি বলেন, 'নতুন দিনের সূচনায় আমরা। একটি কোয়ালিশন সরকার গঠনের কঠিন অবস্থা পার করে এসেছি আমরা। বর্তমানে ইসরাইলের সকল মানুষ আমাদের দিকে তাকিয়ে অপেক্ষা করছে এবং তাদের আশা পূরণ করতে হবে আমাদের। আমাদের মধ্যে যে ফাটল রয়েছে তা দায়িত্ববোধ এবং পরস্পরকে সহযোগিতার মাধ্যমে আমরা দূর করতে পারব। আর দীর্ঘ সময়ের এক স্থবির অবস্থা থেকে যত দ্রুত সম্ভব আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরত নিয়ে যাবো।'

১২০ সদস্যের পার্লামেন্টে ৬০-৫৯ ভোট ব্যবধানে জয় পান নাফতালি। এদিকে হারের পর আবারো ক্ষমতায় ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য ফলাফল ঘোষণার পর নাফতালির সঙ্গে হাসি মুখে করমর্দন করেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী নাফতালি ইসরাইলের সরকার পরিবর্তন প্রসঙ্গে বলেন, 'এটা কোন শোকের দিন নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারে পরিবর্তন এসেছে। এ ছাড়া আর কিছুই নয়। কাউকে যেন ভয় পেতে না হয়, সেই ব্যবস্থা করবো আমরা ... এবং যারা আজ আনন্দ উৎসব করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, অন্যের দুঃখে নাচতে নেই। আমরা শত্রু নই; আমরা একই দেশের মানুষ।'

দীর্ঘ ১২ বছর পর ইসরাইলে অবসান হলো বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের। প্রায় চারবার ক্ষমতায় এসে প্রায় ১৫ বছর ইসরাইলের ক্ষমতায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সালের জুন মাসে ইসরাইলের ২৭তম কেবিনেটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নেতানিয়াহু। পরবর্তীতে আবারো ৩২ তম কেবিনেটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এরপর টানা ১২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শাসন করেছেন নেতানিয়াহু। ইসরাইলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন-গুরিয়নের থেকেও দীর্ঘ সময় দেশটিকে শাসন করেছেন তিনি।

সূত্র: বিবিসি

Link copied!