ইসরাইলের নিন্দায় এক সুর সৌদি বাদশা ও ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২১, ০৫:৩২ পিএম

ইসরাইলের নিন্দায় এক সুর সৌদি বাদশা ও ইমরান খান

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ দুই নেতা পরষ্পরের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে ফিলিস্তিনের পক্ষে তাদের জোরালো অবস্থান তুলে ধরেন। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক শীতল সম্পর্ক সত্ত্বেও বাদশার এ অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিনের হামলায় এখন গাজায় ইসরাইলি সহিংসতায় শিশুসহ নিহতের সংখ্যা ১০০’র কাছাকাছি।

সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্কোন্নয়নের কারণে সৌদি আরবসহ তার মিত্র মুসলিম দেশগুলো বেশ সমালোচনার মুখে রয়েছে। সে কারণে তেল আবিবের বিপক্ষে দেশটির এমন অবস্থান ফিলিস্তিনিদের মনে আশার সঞ্চার করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে এখনো জর্দান, আরব আমিরাতসহ অন্য মিত্র রাষ্ট্ররা তাদের জোরালো কোনো অবস্থান তুলে ধরেননি।

ফোনালাপে সৌদি বাদশা বলেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকার অর্জনে রিয়াদ তাদের পাশে রয়েছে। ইমরান খানও জানান, ইসলামাবাদ ফিলিস্তিনের পাশেই রয়েছে।

সূত্র: আরব নিউজ।

     

Link copied!