মে ৯, ২০২৩, ০৯:১৫ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় সোমবার(৮ মে) দিবাগত রাত ২টার দিকে চালানো ওই হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদেন তিন নেতাসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ মে) ভোরের আগে রাত ২টার দিকে গাজার বিভিন্ন এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ১০ জনের মৃত্যু ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিমান হামলায় নিজেদের তিন নেতা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। নিহত ওই তিন নেতা হলেন- জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি, তারিক ইজ আল-দীন। নিহতদের তালিকায় ওই নেতাদের স্ত্রী ও সন্তানেরা রয়েছে।
এদিকে, বিমান হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো রকেট হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেলআবিব। আর তাই ইসরায়েলের সামরিক বাহিনী গাজা ভূখণ্ডের ৪০ কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা জারি করেছে।