আজ ঈদের দিনেও গাজায় ইসরাইলি বিমানহামলা অব্যাহত। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। আল-আকসা মসজিদকে কেন্দ্র করে তৈরি সহিংসতায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে আজ বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের পক্ষে সাফাই গেয়েছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের মধ্যে অন্তত ১৭ টি শিশু রয়েছে। আহত প্রায় পাঁচ শতাধিক।
গাজার বহুতল ভবনগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ইসরাইলের উদ্দেশে কয়েক শতাধিক রকেট হামলা চালানো হয়েছে। এতে ছয় ইসরাইলি নিহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা।