এবার বরখাস্ত হলেন বরিস জনসনের ‘ডান হাত’ খ্যাত জ্যেষ্ঠ মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২২, ০৪:৪৪ পিএম

এবার বরখাস্ত হলেন বরিস জনসনের ‘ডান হাত’ খ্যাত জ্যেষ্ঠ মন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগ করতে বলার পর জ্যেষ্ঠ একজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। বরিস জনসনের প্রতি অনাস্থা জানিয়ে একে পর এক মন্ত্রীর ইস্তফার মধ্যেই বরিস জনসনের ‘ডান হাত’ খ্যাত জ্যেষ্ঠ ওই মন্ত্রীকে বরখাস্ত করা হলো।

সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বরখাস্তকৃত ব্রিটিশ ওই মন্ত্রী মাইকেল গোভ। তিনি বরিস জনসন সরকারের গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ছিলেন।

গোভের বরখাস্ত হওয়ার বিষয়টি স্কাই নিউজকে নিশ্চিত করে জনসনের সংসদীয় ব্যক্তিগত সহকারী জেমস ডুড্রিজ বলেন, আমরা তাকে আমাদের লড়াই থেকে বেরিয়ে যেতে দেখব। প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত মেজাজে আছেন এবং লড়াই চালিয়ে যাবেন।

আগামী সপ্তাহে জনসন ব্রিটেনের জীবনযাত্রার ব্যয়-সংকট মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এর আগে, মঙ্গলবার চ্যান্সেলর ঋসি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ প্রথম পদত্যাগ করেন। এরপর শিক্ষামন্ত্রী উইল কুইন্সসহ বেশ কয়েকজন বুধবার পদত্যাগ করা শুরু করেন।

ধীরে ধীরে পদত্যাগকারীদের সংখ্যা বাড়তে থাকে।

Link copied!