কলোরাডোর শহরেও ছড়িয়ে পড়েছে দাবানল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ০৯:২২ এএম

কলোরাডোর শহরেও ছড়িয়ে পড়েছে দাবানল

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই রাজ্যের আগের দাবানলগুলো গ্রাম্য এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে এবারের দাবানলটি শহরেও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মিার্কিন গণমাধ্যম সিএনএন;র খবরে বলা হয়, দাবানলের হাত থেকে রক্ষায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৩০ হাজার বাসিন্দাকে। রাজ্যটির শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে বলা হয়,কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। ওই স্থানে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে বলেও খবরে বলা হয়।

কলোরাডোর মেয়রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়,  ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় ১৬০ কিলোমিটারজুড়ে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের  কয়েক কয়েকশ’ সদস্য কাজ করছেন। 

যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটিতে সম্প্রতি তীব্র খরা দেখা দেওয়ায় ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Link copied!