ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আরও ২৯ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে। এছাড়া শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠন ‘ওথ কিপার্স’–এর নয়জন সদস্যের নামে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ক্যাপিটল পুলিশের প্রধান জানান, তদন্তের পর ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পেশাগত নৈতিকতা ও দায়িত্বের সঙ্গে আপস করার আলামত পাওয়ায় ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তদন্তের আওতায় থাকা ২৯ ক্যাপিটল পুলিশের হামলাকারীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফেডারেল প্রসিকিউশন বলছেন, চরম রক্ষণশীল শ্বেতাঙ্গ সংগঠন ওথ কিপার্সের নয়জন সদস্যের বিরুদ্ধে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তাদের সাংগঠনিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
নির্বাচনে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ৬ জানুয়ারি ওয়াশিংটনে জড়ো হয়। নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে উগ্রবাদীরা ক্যাপিটল হিলে হামলা চালান। তারা ভাইস প্রেসিডেন্ট, স্পিকারসহ অন্য আইনপ্রণেতাদের প্রাণনাশের হুমকি দেন। অফিস তছনছ করেন এবং এলোপাতাড়ি হামলা চালান। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।
তথ্যসূত্র: সিএনএন