আগস্ট ১৫, ২০২১, ১১:৪৭ পিএম
বিদ্রোহী তালেবান গোষ্ঠীর কাছে পরাজয় স্বীকার করে পদত্যাগ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আফগান তালেবানের প্রধান রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বারাদার। তবে সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট আশরাফ গনিকে গ্রেপ্তার বা মুক্তি দেওয়া হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সময় রবিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে আশরাফ গনি পদত্যাগ করেন বলে আল জাজিরার খবরে বলা হয়।
এর আগে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠকে বসে তালেবানের একটি প্রতিনিধি দল। টানা পৌনে এক ঘন্টার ওই বৈঠকে শান্তিপূর্নভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরে আফগান প্রেসিডেন্ট পদত্যাগ করেন। আফগান সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানান।
স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, দ্রুত সাফল্য দেখিয়ে তালেবান গোষ্ঠী প্রমাণ করেছে তারা জনপ্রিয় এবং আফগান জনগণ তাদের গ্রহণ করেছে।
বিবৃতিতে তাদের অধীনে আফগান জনগণ ও বিদেশি নাগরিকরা নিরাপদে থাকবে বলে ফের নিশ্চয়তা দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। বিদেশি কূটনীতিক ও ত্রাণ সংস্থার কর্মীরা কোনো সমস্যার মুখোমুখি হবেন না বলেও তালেবানদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তালেবানের বিবৃতিতে আরও বলা হয়, বলপ্রয়োগ ও রক্তপাতের মধ্য দিয়ে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা তাদের নেই্।তালেবানের পক্ষ থেকে দেওয়া এই নিশ্চয়তার পরই প্রেসিডেন্ট আশরাফ গনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয় বলে আফগান সরকারের একটি সূত্র নিশ্চিত করে।
স্থানীয় সময় রবিবার (১৫ আগস্ট) চারদিক থেকে তালেবান যোদ্ধাদের রাজধানী কাবুলে প্রবেশের খবর বিবিসি, রয়টার্স, আলজাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিগগিরই পদত্যাগ করে প্রেসিডেন্ট আশরাফ গনি পরিবারসহ অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারে বলে খবর দেয় ভারতীয় চ্যানেল সিএনএন১৮।
আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশই তালেবানের দখলে রয়েছে। গুরুত্বপূর্ন শহর জালালাবাদ দখলে নেওয়ার পর রাজধানী কাবুলকে অবরুদ্ধ করে রাখে তালেবান যোদ্ধারা। এমতাবস্থায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ক্ষমতা থেকে সরে যাওয়ার অন্য কোনো বিকল্প ছিল না। আর তাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেন আশরাফ গনি।
কে এই মোল্লা বেরাদার?
আফগান তালেবানের নতুন রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বেরাদার। মোল্লা বেরাদার ২০১৮ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তালেবানের রাজনৈতিক বিষয়ক নেতার পদে নিযুক্ত হন।
মোল্লা আবদুল গনি বেরাদার তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতাদের একজন এবং তাদের রহস্যময় সাবেক নেতা মোল্লা ওমরের একজন ঘনিষ্ঠ বন্ধু। বেরাদার অর্থ বেরাদর বা ভাই। মোল্লা ওমরই নাকি তাকে বেরাদার ছদ্মনাম দিয়েছিলেন বলে আল জাজিরার খবরে বলা হয়।
মোল্লা আবদুল গনি বেরাদার ছিলেন দক্ষিণ আফগানিস্তানে তালেবানের সামরিক কর্মকাণ্ডের অধিনায়ক। তার বর্তমান বয়স এখন ৫৩ বা ৫৪ ছাড়িয়ে গেছে।
২০১০ সালে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি বন্দি ছিলেন এবং ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের কারাগার থেকে আমেরিকার অনুরোধে তিনি মুক্তি পান। তখন থেকেই তিনি কাতারে অবস্থান করছেন।
আল জাজিরার খবরে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি মাসের শেষের দিকে কাতারের মধ্যস্থতায় দোহারে তখনকার মার্কিন সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তালেবানের যে দলটি বৈঠক করেছিল তার নেতৃত্বে ছিলেন এই বেরাদার।
ওই বৈঠকে মার্কিন কর্মকর্তারা আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে বলে জানায়। বিনিময়ে তালেবান গোষ্ঠী প্রতিশ্রুতি দেয় তারা সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করবে।