জুলাই ১৩, ২০২২, ০৩:০৭ পিএম
শ্রীলংকা থেকে সপরিবারের পালিয়ে মালদ্বীপে গিয়েও শান্তি পাচ্ছেন না গোতাবায়া রাজাপক্ষে। রাজধানী মালে অবস্থান করা শ্রীলংকান প্রেসিডেন্টকে বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।
মালদ্বীপের নাগরিক এবং দেশটিতে বসবাসরত প্রবাসী শ্রীলঙ্কানরা দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিক্ষোভ করে গোতাবায়াকে বের করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
আরও পড়তে পারেন: শ্রীলঙ্কার ভার নিজের কাধে নিয়ে জরুরি অবস্থা জারি করলেন রনিল বিক্রমাসিংহে
বুধবার মালদ্বীপের টেলিভিশন চ্যানেলের প্রধানের বরাতে এই খবর দিয়েছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন।
বুধবার মালদ্বীপের টেলিভিশন চ্যানেল মালদিভিয়ান টিভি চ্যানেল'র প্রধান ডেইলি মিররকে বলেছেন, বিক্ষোভকারীরা গোতাবায়াকে মালদ্বীপ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন।
আরও পড়তে পারেন-রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট: স্পিকার
প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। তবে ৭৩ বছর বয়সী গোতাবায়া মালদ্বীপ থেকে কোথায় যেতে চান তা এখনো জানা যায়নি।
সংবিধান অনুযায়ি শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সুরক্ষাবলয়ে গোতাবায়া রাজাপক্ষে সব ধরনের আইনী প্রক্রিয়া থেকে সুরক্ষিত। অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেপ্তারে সাংবিধানিক বিধান নেই। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতা হস্তান্তরের আগেই নিরাপদে তিনি মালদ্বীপে পাড়ি দেন।
প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে। এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।