গোতাবায়াকে ১৪ দিনের ‘ভিজিট পাস’ দিয়েছে সিঙ্গাপুর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২২, ০৪:১৯ পিএম

গোতাবায়াকে ১৪ দিনের ‘ভিজিট পাস’ দিয়েছে সিঙ্গাপুর

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ‘ভিজিট পাস’ দিয়েছে সিঙ্গাপুর। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাতের আঁধারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায়ই একটি সামরিক বিমানে করে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর রাজাপাকসে এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান। মূলত বিমান বাহিনীর একটি ফ্লাইটে তাদের দেশত্যাগের সুযোগ দেওয়া হয়।

মালদ্বীপে পৌঁছানোর পর একইদিন রাতে দেশটি ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন গোতাবায়া রাজাপাকসে। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটে তিনি আরোহণ করেননি। পরে সৌদি আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়ে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পাড়ি জমান ৭৩ বছর বয়সী গোতাবায়া। এরপর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতেই অবস্থান করছেন তিনি।

গোতাবায়ার সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে এসেছেন।

গোতাবায়ার সিঙ্গাপুরে অবস্থান সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে একটি বিবৃতি প্রচার করেছে দেশটির ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ। তারা বলেছে, সিঙ্গাপুরে অবতরণের পর গোতাবায়াকে একটি স্বল্পমেয়াদি ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়।

সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া ১৪ জুলাই সিঙ্গাপুরে অবতরণ করলে তাঁকে ১৪ দিনের ভিজিট পাস দেওয়া হয়েছে।

Link copied!