চীনে কয়লা খনিতে প্লাবনে আটকা পড়েছে ২১ শ্রমিক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০১:৪১ পিএম

চীনে কয়লা খনিতে প্লাবনে আটকা পড়েছে ২১ শ্রমিক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের একটি কয়লা খনির একটি অংশে প্লাবনের কারণে ঘটা দূর্ঘটনায় আটকা পড়েছে অন্তত ২১ জন শ্রমিক।

শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ইতোমধ্যেই ৮ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।

হুতুবি কাউন্টিতে দুর্ঘটনার সময় খনিটিতে ২৯ জন শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর আটজন সেখান থেকে বের হয়ে আসতে পারলেও বাকিরা সেখানেই আটকা পড়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

সিসিটিভি জানিয়েছে উদ্ধার কাজে পাইপ স্থাপন করা হচ্ছে তবে পাম্পিং অপারেশন চ্যালেঞ্জিং হতে চলেছে।

খনির দুর্ঘটনাগুলি সাধারণত চীনে বেশি হয় কারণ এই শিল্পটির সুরক্ষা রেকর্ড খুব কম রয়েছে এবং নিয়মকানুনগুলি প্রয়োগ করা হয় কম।

জানুয়ারিতে ২২ টি শ্রমিক পূর্ব চীনের শানডং প্রদেশের একটি খনিতে আটকা পড়েছিল, একটি বিস্ফোরণের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে শ্রমিকরা প্রায় দুই সপ্তাহ ধরে ভূগর্ভে আটকে পড়েছি

 সূত্র: রয়টার্স।

Link copied!