চীনের পূর্বে উপকূলের চিয়াংসু প্রদেশের একটি হোটেলের ভবনধসের ঘটনায় ৩৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ছয়জন জীবিত আছেন।
স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) বিকেলে চীনের পূর্ব শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটির ভবন ধসে পড়ে। দুর্ঘটনার পর সেখানে ৬ শতাধিক উদ্ধারকর্মী অংশ নেন।
দেশটির সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে মালিক বিল্ডিংয়ের কাঠামো পরিবর্তন করায় এ ধসের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই হোটেলটির ভবন ঘন ঘন সংস্কার করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা রেড স্টার নিউজকে বলেছেন, ‘বিল্ডিংটি আগে তিন তলা ছিল। তবে কয়েক বছর ধরে তারা অতিরিক্ত তলা যুক্ত করে চলেছে।’
চিয়াংসু প্রাদেশিক সরকার বলেছে, একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে। ‘সংশ্লিষ্ট ব্যক্তিরা’ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন।
সাংহাই থেকে ১০০ কিলোমিটার দূরে ঐতিহাসিক সুঝাউ শহরে ১২ মিলিয়নের বেশি মানুষ বসবাস করে। দৃষ্টিনন্দন খাল এবং প্রাচীন উদ্যোনের জন্য শহরটি ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয়।
সূত্র: বিবিসি।