জি৭ সামিটে ১০ কোটি ডোজ টিকা সরবরাহের ঘোষণা বরিস জনসনের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২১, ০২:০৩ পিএম

জি৭ সামিটে ১০ কোটি ডোজ টিকা সরবরাহের ঘোষণা বরিস জনসনের

আগামী এক বছরে বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলোর জন্য ১০ কোটি ডোজ করোনা টিকা অনুদান হিসেবে সরবরাহের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার জি৭ সামিটে এই ঘোষণা দেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে ৫ কোটি ডোজ টিকা সরবরাহের চেষ্টা করবে যুক্তরাজ্য।

সামিটের আনুষ্ঠানিক সেশন শুরু হওয়ার আগে জি৭ অন্তর্ভুক্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মান, ইতালি এবং জাপানের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সামনে এই ঘোষণা দিয়ে বরিস জনসন জানান, 'বড় ধরণের উদ্যোগ নিতে হবে এই মহামারীকে প্রতিহত করতে।

এ সময় বরিস জনসন জানান, মহামারীর শুরু থেকে মানবতাকে রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যুক্তরাজ্য। প্রায় এক বছর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার যৌথ উদ্যোগে টিকা আবিষ্কার করেছি আমরা। এখন বিশ্বে এই টিকা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি আমরা।'

জি৭ নেতারা জানান, টিকা সকলের কাছে পৌঁছে দিতে অর্থ সরবরাহ এবং ব্যবস্থাপনা গ্রহণের পরিকল্পনা নেয়া হচ্ছে। এর অধীনে সারা বিশ্বে ১০ কোটি ডোজ টিকা পৌঁছে দেয়া হবে। বরিস জনসন উপস্থিত অপরাপর দেশের নেতাদের টিকা সরবরাহের জন্য তাদের ফার্মেসি প্রতিষ্ঠানগুলোকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার মডেল অনুসরণ করার অনুরোধ জানান। ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন ইতোমধ্যেই প্রায় ১৩০ কোটি ডোজ করোনা টিকা উন্নয়নশীল দেশগুলোতে লাভ ছাড়া সরবরাহের ঘোষণা দিয়েছে।

এ সময় জি৭ নেতৃবৃন্দ টিকার পাশাপাশি অন্যান্যভাবেও করোনায় আক্রান্ত দুর্বল দেশগুলোকে সহায়তার বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এমন মহামারী আবারো আঘাত না হানে সেই জন্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।

সূত্র: দ্য হিন্দু

Link copied!