ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির জন্মস্থান কিভিই রিহে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রবিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনাবাহিনী কিভিই রিহে শহরে মিসাইল হামলা চালিয়েছে। তাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিনিপ্রোতে ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলেও প্রতিবেদনে বলা হয়।
এদিকে, রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে- এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করেছে পুতিন প্রশাসন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেন, “যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ।
রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন।
প্রসঙ্গত,রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে ক্রেমলিন।