তাইওয়ান ইস্যুতে চুক্তি মেনে চলবে চীন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৬, ২০২১, ১১:০৫ পিএম

তাইওয়ান ইস্যুতে চুক্তি মেনে চলবে চীন: বাইডেন

তাইওয়ান ইস্যুতে নিজেদের মধ্যে করা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র ও চীন। স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণমাধ্যমের কাছে একথা জানিয়েছেন। তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধ বিমানের মহড়ার ফলে দু্ই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ান ইস্যুতে কথা বলেছি। আমার উভয়ই সম্মত হয়েছি যে, আমরা তাইওয়ানের ব্যাপারে আমাদের মধ্যে করা চুক্তি অবশ্যই মেনে চলব।

বাইডেন আরো বলেন, আমরা এটি নিশ্চিত যে, তিনি (শি জিন পিং) এমন কিছু করবেন না যা চুক্তির বরখেলাপ।

বাইডেনের এই মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ হলো যে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের চেয়ে চীনকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং ভবিষ্যতে তারা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা সচেষ্ট থাকবে।

এদিকে বাইডেনের এমন মন্তব্যের পর তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে বাইডেনের এই ধরণের মন্তব্যের ব্যাপারে ব্যাখ্যা চাইবে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তাও জানতে চাওয়া হবে তাদের কাছে।

Link copied!