তাৎক্ষণিক যেকোন পরিস্থিতিতে অ্যাকশন নেবে ন্যাটোর ৩ লাখ সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৮, ২০২২, ০৯:০৮ পিএম

তাৎক্ষণিক যেকোন পরিস্থিতিতে অ্যাকশন নেবে ন্যাটোর ৩ লাখ সৈন্য

যেকোন জরুরী পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে ৩ লক্ষ সৈন্যের একটি বিশাল সৈন্যবহর প্রস্তুত করছে ন্যাটো। আমেরিকার আধিপত্য থাকা প্রায় ৩০টি দেশের সামরিক এ জোটের প্রধান জেনস স্টোলটেনবার্গ জানিয়েছেন, কৌশলগত অবস্থানের কারণে ন্যাটো এ সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিকভাবে যুদ্ধ কিংবা এ ধরণের কোন বিষয়ে পদক্ষেপ নিতে ন্যাটোর ‘দ্য ন্যাটো রিঅ্যাকশন ফোর্স’ এর বর্তমান সদস্য সংখ্যা ৪০ হাজার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হওয়া কয়েক দফার শীতল যুদ্ধ শেষ হয় ১৯৯১ সালে বার্লিন দেওয়ার পতনের মধ্য দিয়ে। এরপর এটাই হতে যাচ্ছে সর্বোচ্চ সংখ্যাক সৈন্য নিয়ে ন্যাটোর তাৎক্ষণিক সৈন্যবহর।  

মঙ্গলবার স্পেনের মাদ্রিদে ন্যাটো সম্মেলনে স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনকে নতুন করে সহায়তার বিষয়েও একমত হয়েছে ন্যাটোভুক্ত ৩০টি দেশ। এছাড়া সামিটে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোভুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

ন্যাটো প্রধান বলেন, তিনি ন্যাটোর সকল সদস্যকে এটা বোঝাতে চেয়েছেন: রাশিয়া যেকোন দেশের জন্য হুমকিস্বরুপ।    

Link copied!