তীব্র শীতের কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০১:২৪ পিএম

তীব্র শীতের কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

তীব্র শীতের কারণে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভারতের রাজধানী দিল্লিতে সব বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। 

দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও দিল্লির বেসরকারি কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে। 

দিল্লিতে প্রতিদিনই ভাঙছে শীতের রেকর্ড। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদারজং অবজারভেটরি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১.৯ ডিগ্রি। শৈত্যপ্রবাহের কারণে মধ্য দিল্লির রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

গত তিন দিন ধরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা হিলি স্টেশনের চেয়ে কম রেকর্ড করা হয়েছে। শনিবার দিল্লিসহ পুরো উত্তর ভারতে শৈত্যপ্রবাহের প্রাদুর্ভাব দেখা দেয় এবং দিল্লির অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। এ কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তাও জারি করেছে। কয়েকটি রাজ্যের জন্য রেড অ্যালার্টও জারি করা হয়েছে।

Link copied!