তুরস্কের কৃষ্ণ সাগরের তীরবর্তী বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৭৬ জন মারা গেছেন। বন্যায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত।
স্থানীয় সময় সোমবার (১৬ আগস্ট) তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দেশটির কাসতামনু, সিনোপ এবং বারতিন অঞ্চলে আকস্মিক বন্যার ঢলে এই হতাহতের ঘটনা ঘটে। বন্যা আক্রান্ত অঞ্চল থেকে ২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের কাসতামনু অঞ্চলে ৬২ জন, সিনোপ জন ও বারতিন এলাকায় ১৪ জন মারা গেছেন। চলতি মাসে দেশটিতে দ্বিতীয়বারের মতো এত বড় আকারের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলো বলে তারা জানান।
সংবাদসংস্থা রয়টার্সের ড্রোন থেকে ধারণ করা ছবি থেকে দেখা যায়, কাসতামনু প্রদেশের বজকুর্ত জেলার অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক ঢলে রাস্তাঘাটে থাকা গাড়ি ভেসে গিয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক হারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আছে কয়েকদিন থেকে।
সূত্র: রয়টার্স