থাইল্যান্ডে পৌঁছেছেন গোতাবায়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২২, ১০:১২ এএম

থাইল্যান্ডে পৌঁছেছেন গোতাবায়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়ে এবার থাইল্যান্ডে পাড়ি জমালেন। গত বৃহস্পতিবার রাতে তিনি থাইল্যান্ডে পৌঁছেছেন। ডেইলি মিরর এ সংক্রান্ত ছবি প্রকাশ করেছে।

দেখা গেছে, সাধারণ একজন যাত্রীর বেশেই তিনি সেখানে গিয়েছেন। মুখে মাস্ক পরা। সঙ্গে একজন নারী ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি স্ত্রী। তৃতীয় একজন ব্যক্তিকে দেখা যায় তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হতে পারেন তিনি বিশেষ সংস্থার লোক অথবা অপেক্ষারত গাড়ির চালক। এ বিষয়ক তিনটি ছবি প্রকাশ করেছে।

গত ১৪ জুলাই ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি ফ্লাইটে চাঙ্গি বিমানবন্দরে নামার পর তাকে ১৪ দিনের ভিজিট পাস দেওয়া হয়। পরবর্তীতে এর মেয়াদ আরও দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন বাড়ানো হয়।

সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। এরপর সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। গোতাবায়ার সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে গেছেন।

Link copied!