দানিয়ুবে ভেসে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান জাহাজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২২, ১১:০৯ এএম

দানিয়ুবে ভেসে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান জাহাজ

সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিয়ুব নদীতে ভেসে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান যুদ্ধজাহাজ৷ প্রবল খরায় পানির স্তর কমে যাওয়ায় একসময়ে ডুবে যাওয়া একাধিক যুদ্ধজাহাজের অংশ চোখে পড়েছে৷ ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভয়াবহ খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে দানিয়ুব। এটি ইউরোপের খরস্রোতা নদীগুলোর একটি এটি। ১০০ বছরের মধ্যে এ নদীর জলস্তর চলতি বছর অন্যতম সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। খরার ফলে জলস্তর নেমে সার্বিয়ার বন্দর নগরী প্রাহোভোর কাছে দানিয়ুবের বুকে বিস্ফোরক-বোঝাই কয়েক ডজন জার্মান যুদ্ধজাহাজের দেখা মিলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো ডুবে গিয়েছিল।

১৯৪৪ সালে দানিয়ুবে ভেসে যাওয়া নাৎসি জার্মানিরশত শত জাহাজগুলির মধ্যে এগুলিও ছিল। সোভিয়েত বাহিনীর অগ্রসর হওয়ার পর তারা কৃষ্ণসাগর থেকে পিছু হটে। এখনও পানির স্তর কম থাকলে এই জাহাজের অংশগুলির কারণে নৌযান চলাচলে বাধা পড়ে।

Link copied!