দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ভাঙলো যমুনা নদীর পানির উচ্চতা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৩, ০৫:২৯ পিএম

দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ভাঙলো যমুনা নদীর পানির উচ্চতা

সংগৃহীত ছবি

৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর পানির উচ্চতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বর্ষা মৌসুমে তুমুল বৃষ্টিপাতে ভারতের দিল্লি অঙ্গরাজ্যে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় (প্রায় ৬৮১ ফুট) প্রবাহিত হচ্ছে।

বুধবার (১২ জুলাই) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দিল্লির উত্তরাঞ্চলের যাতায়াতব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির পরিমাণ দ্রুতগতিতে বাড়তে থাকায় পূর্ব দিকে এগিয়ে চলছে পানি। 

যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিচু অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাতিনি কুন্দ বাঁধ খুলে দেওয়ায় বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করতে পারে।

এর আগে ১৯৭৮ সালের বন্যার সময় যমুনার পানির স্তর বেড়ে হয়েছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। টানা বর্ষণের কারণে যমুনার পানির স্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর।

Link copied!