ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোটে শেরিং ও তার প্রতিনিধিদল বুধবার বাংলাদেশ থেকে দেশে ফিরে গিয়ে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী মঙ্গলবার ঢাকায় আসেন।
ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, ‘লিয়নঞ্চেন (ভুটানি ভাষায় প্রধানমন্ত্রী) এবং প্রতিনিধিদল ২৫ শে মার্চ দেশে ফিরে আসবেন এবং ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন।’
ডাঃ শেরিংয়ের বরাত দিয়ে একটি পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। এখান থেকেই তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হয়েছিল এবং তিনি মানুষের জীবন বাঁচাতে শিখেছিলেন।’
পোস্টটিতে আরও বলা হয়েছে, ‘তবে এবারের ভ্রমণে তিনি ভুটানের মহান রাজা এবং তার দেশের মানুষের পক্ষ থেকে ভালবাসা ও শুভেচ্ছা বহনকারী একজন দূত হিসাবে বাংলাদেশে এসেছেন।’
উল্লেখ্য, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় এমবিবিএস ডিগ্রি শেষ করেছেন।