দ্বিতীয়বারও ব্যর্থ্য নাসা, চাঁদে রকেটের উৎক্ষেপণ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৪:০৪ পিএম

দ্বিতীয়বারও ব্যর্থ্য নাসা, চাঁদে রকেটের উৎক্ষেপণ স্থগিত

মাত্র ছয়দিনের ব্যবধানে অবারও চাদে রকেট অভিযান স্থগিত হয়ে গেল। যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাঁদে অভিযানের নতুন রকেট আর্তেমিস ওয়ান উৎক্ষেপণ ফের পিছিয়ে দেওয়া হয়েছে৷

গত সপ্তাহে রকেটটি মহাকাশে যাওয়ার কথা ছিল৷ কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রথমবারের চেষ্টা ভেস্তে যায়৷ গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয়বার রকেটটি উৎক্ষেপণের সময়সূচি ঠিক করা হলেও এদিনও রকেটে তরল হাইড্রোজেনের লিকের কারণে স্থগিত করে দিতে হয়েছে রকেটটির উৎক্ষেপণ৷

শনিবার সকাল থেকেই উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে নাসার প্রকৌশলীরা জ্বালানি ভরছিলেন রকেটে। তবে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে আর্টেমিস লঞ্চ কন্ট্রোল থেকে। রকেটে তরল হাইড্রোজেন প্রবাহে বিপত্তি প্রথম ধরা পরে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে।

নাসার প্রকৌশলীরাপরের চার ঘণ্টা ধরে কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা করেও সফল হতে পারেনি। একাধিকবার ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের যন্ত্রাংশ উত্তপ্ত করে সংযোগ স্থলে সঠিকভাবে জোড়া দিয়ে নিরবচ্ছিন্ন তরল হাইড্রোজেন প্রবাহ চালু করার চেষ্টা করেছেন তারা। তবে প্রতিবারই প্রবাহের চাপ বাড়ানোর ফলে তরল হাইড্রোজেন বেরিয়ে আসতে থাকে। ফলশ্রুতিতে সকাল সোয়া ১১টার দিকে নাসার রকেট উৎক্ষেপণ মিশন স্থগিত করার ঘোষণা দেন নাসার পরিচালক।

Link copied!