পাকিস্তানের সংবিধানের ৬২ অনুচ্ছেদের অধীনে আবারও একটি আইন পাশ হয়েছে। দেশটির পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকার এই নতুন আইন পাশ করে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, পাকিস্তানের কোনো সংসদ সদস্যকে যাতে আজীবন নির্বাচনের অযোগ্য ঘোষণা না করা হয় সেই লক্ষ্যে এই নতুন আইন করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির বিরোধী দলগুলো ক্ষমতাসীন জোটের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, একজন ব্যক্তিকে আজীবন অযোগ্য ঘোষণা না করার বিষয়টি ফিরিয়ে আনার লক্ষ্যে আগেও দুইবার প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। কারণ সুপ্রিম কোর্ট ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টস অ্যান্ড অর্ডার বিল ২০২৩’ এবং প্রধান বিচারপতির ক্ষমতা সীমিত করার আইনসহ দুটি আইনের শুনানি করছে।
এরই পরিপ্রেক্ষিতে অযোগ্যতার সময়সীমা নির্ধারণ সংক্রান্ত নতুন আইনের বিষয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালত আগের মতোই প্রতিক্রিয়া জানাতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।