নির্বাচনে হামাসের জয়ের আশঙ্কায় উদ্বিগ্ন ইসরাইল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৫:৩০ পিএম

নির্বাচনে হামাসের জয়ের আশঙ্কায় উদ্বিগ্ন ইসরাইল

ফিলিস্তিনে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্ভাব্য বিজয়ের সম্ভাবনা  নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে  ইসরাইল।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে এই উদ্বেগ প্রকাশ করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি।  ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে।

টেলিফোন আলাপে ইসরাইল এবং  আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী  বলেন,হামাসের প্রতিদ্বন্দ্বী ‘ফাতাহ’ নামক দলটির মধ্যে মারাত্মক রকমের বিভক্তির কারণে  মে মাসের নির্বাচনে গাজা ভিত্তিক ‘হামাস’ বিজয়ী হওয়ার আশঙ্কা রয়েছে। 

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর  উদ্বেগ আমলে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে, ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে এবং আগে যে সমস্ত চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাতে হবে।’

একইসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  এও বলেন যে, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ফিলিস্তিনিদের একইরকম স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার অধিকার থাকা উচিত। ‘

 

 

Link copied!