ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনকে তুরষ্কের শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২২, ০৭:৪৫ এএম

ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনকে তুরষ্কের শর্ত

উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট-ন্যাটোর সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ সুইডেন ও ফিনল্যান্ড। তবে এর জন্য অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরষ্ক। সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হওয়ার জন্য তুরষ্ক বেশ কয়েকটি শর্ত দিয়েছে।

রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, কয়েকটি শর্ত মানলে তুরস্ক দুই দেশকে ন্যাটোর সদস্য করতে আপত্তি করবে না।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জার্মানির বার্লিনে ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মেভলুত কাভুসোগলু। ওই সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

ওই বৈঠকে মেভলুত কাভুসোগলু জানান, সুইডেন ও ফিনল্যান্ডকে অবশ্যই তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা বন্ধ করতে হবে, স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে এবং তুরস্কের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

প্রসঙ্গত, ন্যাটোর সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জোটের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে হয়। সর্বসম্মতি সিদ্ধান্ত ছাড়া ন্যাটোর সম্প্রসারণ সম্ভব নয়।

Link copied!