নিজ দলের ভেতর-বাইরে তীব্র সমালোচনার মুখে অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার বিবিসি, আল জাজিরা এই খবর জানিয়েছে।
জানা গেছে, আজকেই তিনি ক্ষমতা ছাড়বেন। এর আগে দেশটির ৪০ জন মন্ত্রী ও আইনপ্রণেতা পদত্যাগ করেন।
এর আগে পদত্যাগ করতে অস্বীকার করেন তিনি। বলেন, “একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।”
বৃহস্পতিবার দুই ঘণ্টার ব্যবধানে সরকার থেকে আরও ৮ মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে রয়টার্স। বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন হয়ে পড়া জনসনের নত হওয়া ছাড়া উপায় ছিল না আর।