পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ০২:৩৭ পিএম

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ও মুসলিম লিগ-এন এর নেতা জাভেদ লতিফ সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে জাভেদ লতিফ বলেন, ‘আমাদের নেতা নওয়াজ শরিফ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আগমী সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি।’

২০১৯ সালে লন্ডনে চিকিৎসার জন্য যান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরীফ। এরপর আর পাকিস্তানে ফেরেননি তিনি। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান।

তবে সোমবার লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তানের জনগণকে নওয়াজের ‘প্রধান ডাক্তার’ উল্লেখ করে জাভেদ লতিফ বলেন, ‘দেশের জনগণই হচ্ছেন তার ডাক্তার। সময়ে সঙ্গে সঙ্গে এই ডাক্তারদের মতামতে পরিবর্তন আসে এবং জাতি মনে করে, নওয়াজ শরিফের ফিরে আসা উচিত।’  

আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি ও অন্যান্য আর্থিক অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের ২০১৮ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে জরিমানা করা হয় ১ দশমিক ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি।

কারাগারে থাকা অবস্থায় লাহোর হাইকোর্টে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আবেদন করেন নওয়াজ। আদালত সেই আবেদন মঞ্জুর করার পর ওই বছরই দেশ ছাড়েন তিনি, তারপর আর তাকে পাকিস্তানে দেখা যায়নি।

Link copied!