পার্লামেন্টে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ০৯:১১ পিএম

পার্লামেন্টে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চলমান লকডাউনের মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথীদের নিয়ে মদ পার্টির আয়োজন করায় পার্লামেন্টে ক্ষমা চেয়েছের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার (১২ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে স্বাস্থ্যবিধি না মেনে আয়োজন করা ওই পার্টির জন্য তিনি ক্ষমা চান।

বরিস জনসন বলেন, “আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদের কাছেও দুঃখিত যারা গত ১৮ মাস ধরে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন। চলমান তদন্তের ফলাফল কি হবে তা আমি অনুমান করতে পারছি না, তবে আমার উচিত কৃতকর্মের দায়িত্ব নেয়া।ওই পার্টিতে আমি মাত্র ২৫ মিনিট অবস্থান করেছি। আমি ভেবেছিলাম কাজ নিয়ে আলোচনা করা হবে সেখানে।”

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এক পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন আরও শতাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ। অথচ করোনাভাইরাসের কারণে দেশটিতে ওইসময়  শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বার প্রভৃতি বন্ধ রাখাসহ সামাজিক মেলামেশায় কঠোর বিধিনিষেধ ছিল।

লকডাউনের বিধি উপেক্ষা করে বরিস জনসনের আয়োজনের খবর প্রকাশ হওয়ার পর তদন্ত শুরু করে লন্ডন পুলিশ। দেশটিতে জনসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়।

Link copied!