পেরুতে ২০০ মিটার গভীর খাদে বাস, নিহত অন্তত ৩২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ১২:৩৭ পিএম

পেরুতে ২০০ মিটার গভীর খাদে বাস, নিহত অন্তত ৩২

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর  খাদে পড়ে ২ শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে যাত্রবাহিী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।এই সড়কটি পেরুর রাজধানী লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে। মাত্র ৪দিনের ব্যবধানে এটি দেশে তৃতীয় বড় ধরণের দুর্ঘটনা বলে আলজাজিরার খবরে  বলা হয়।

স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেজ জানান, বাসটিতে ৬৩ জন যাত্রী ছিল।দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ বছর ও ৩ বছরের ২টি শিশু রয়েছে।

কারভান্টেজ আরও বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই মঙ্গলবারের দুর্ঘটনা ঘটেছে। চালক বাসটি খুব দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলেও তিনি জানান।

বেঁচে যাওয়া যাত্রীদের তথ্যমতে, দ্রুতগতিতে চলা বাসটি একটি বড় পাথরে আঘাত করলে এটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

এর আগে, গত রবিবার পেরুর আমাজান নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়। ওই নৌকাডুবিতে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আলজাজিরার খবরে বলা হয়।

এই দুর্ঘটনার ২দিন আগে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায়  একটি বাস  খাদে পড়ে ১৭ জন মারা যায়।চালকদের বেপরোয়াগতিতে যানবাহন চালানো, হাইওয়ের নিয়মকানুন কঠোরভাবে না মেনে চলা ও পর্যাপ্ত ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দেশটিতে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

Link copied!