প্রথম আন্তর্জাতিক ফ্লাইট নামল কাবুলে

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০১:৩৮ এএম

প্রথম আন্তর্জাতিক ফ্লাইট নামল কাবুলে

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম কোন আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট নামল কাবুলে। সোমবার (১৩ সেপ্টেম্বর) অল্প কয়েকজন যাত্রী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান কাবুল বিমান বন্দরে অবতরণ করে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে ছেড়ে যাওয়া বিমানটিতে ১০ জনের মতো যাত্রী ছিলো। মনে হচ্ছে, যাত্রীর চেয়ে বিমানের স্টাফের সংখ্যাই বেশি ছিল।

তবে এই ফ্লাইটটি নিয়মতি বাণিজ্যিক ফ্লাইট ছিল নাকি কোন চার্টার ফ্লাইট ছিলো তা এখনো পরিস্কার জানা যায়নি।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, দুই দেশের মধ্যে খুব শিঘ্রই নিয়মিত ফ্লাইট শুরু হবে। এমনকি এই সপ্তাহের শেষ দিকেই তা আরম্ভ হতে পারে।

এর আগে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাতার বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করলেও তারা কোন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেনি। তবে গত ৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালু করেছে তালেবান।

Link copied!