বন্যায় দক্ষিণ কোরিয়ার এক টানেলেই পাওয়া গেল ১৩ মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২৩, ০৭:০৯ পিএম

বন্যায় দক্ষিণ কোরিয়ার এক টানেলেই পাওয়া গেল ১৩ মৃতদেহ

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ায় চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর চেওংজুরের তলিয়ে যাওয়া একটি টানেল থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে বন্যায় মোট ৩৯ জন মারা গেলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও ৯ জন নিখোঁজ এবং ৩৪ জন আহত হয়েছেন।

সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সক ইয়ল বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক প্রচেষ্টা শুরু করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার রাতে নিকটবর্তী একটি নদীর বাঁধ ভেঙে গেলে পানিতে ওই টানেলটি ডুবে যায়। ওইসময় টানেল যাত্রীবাহী বাসসহ ১৬টি গাড়ি ছিল। এসব গাড়িতে থাকা লোকজন কিছু বুঝে উঠার আগেই পানিতে আটকা পড়ে। তবে ৬৮৫ মিটার লম্বা ওই টানেলটিতে কতোজন আটকা পড়েছিলেন তা জানায়নি দক্ষিণ কোরিয়ার সরকার।  

Link copied!