বলসোনারোর বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ আইসিসিতে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৮:৪২ পিএম

বলসোনারোর বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ আইসিসিতে

পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বন ধ্বংসে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে। মঙ্গলবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তার বিরুদ্ধে মানবতার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করে অস্ট্রিয়ার পরিবেশগত ন্যায়বিচার প্রচারক সংগঠন ‘অলরাইজ’।

পৃথিবীতে এই প্রথম বনভূমি ধ্বংসকে মানুষের জীবনহানির সঙ্গে যুক্ত করা হলো। অস্ট্রিয়ার পরিবেশগত ন্যায়বিচার প্রচারক সংগঠন ‘অলরাইজ’ হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে।

অলরাইজ বলসোনারো ও তার প্রশাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলে জানিয়েছে।   

আমাজনে বনভূমি ধ্বংস ও কৃষি খাত থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস ইতালি বা স্পেনের মোট বার্ষিক নির্গমনের চেয়ে বেশি। বন উজাড়ের ফলে কেবল ব্রাজিলেই যে পরিমাণ কার্বন ডাই–অক্সাইড নির্গত হয়, তা আমাজনের বাকী অংশ শোষণ করতে পারে না।

বলসোনারোর বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, ব্রাজিলীয় নেতা ব্যাপক প্রচার চালিয়ে পরিবেশের রক্ষাকারীদের হত্যা করেছেন এবং বন উজাড়ের কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাধ্যমে বিশ্বের জনগোষ্ঠীকে বিপন্ন করে তুলছেন। বলসোনারোর প্রশাসন আমাজনকে রক্ষার জন্য কাজ করে এমন আইন, সংস্থা ও ব্যক্তিদের পদ্ধতিগতভাবে অপসারণ, অকার্যকর ও নির্মূল করার চেষ্টা করছে।

এ অভিযোগের বিরুদ্ধে বলসোনারোর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

অভিযোগে বলা হয়েছে, প্রতিবছর চার হাজার বর্গকিলোমিটার রেইন ফরেস্ট ধ্বংসের জন্য দায়ী বলসোনারো। ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে বনভূমি ধ্বংসের হার বেড়েছে ৮৮ শতাংশ।

Link copied!