বান্ধবীকে গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩০, ২০২১, ০৪:৩৩ পিএম

বান্ধবীকে গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সিমন্ডসকে অনেকটা গোপনে বিয়ে করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৯ মে) ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে ক্যারি ‍সিমন্ডস ও বরিস বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ওই বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

কিন্তু এনিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বা ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে বিয়ের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। বরিস জনসন ও ক্যারি সিমন্ডসকে এক টুইট বার্তায় অভিনন্দন জানান যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী থেরেসে কফে। নর্দান আয়ার‌্যান্ডের ফার্স্ট মিনিস্টার আর্লেন ফোস্টারও নবদম্পতিকে ‘অসংখ্য  অভিনন্দন’ জানান।

এর আগে, বরিস জনসন ও ক্যারি সিমন্ডস জানায় তারা আগামী ২০২২ সালের ৩০ জুলাই বিয়ে করবেন। দেশটির দ্য সান পত্রিকার বরাত দিয়ে গত ২৪ মে রয়টার্সের খবরে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি এরই  মধ্যে তাদের পরিবার-স্বজন ও বন্ধুদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।তবে বিয়ের স্থান ও অন্যান্য কার্যক্রম গোপন রাখা হয়েছে বলে সান পত্রিকার খবরে বলা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার পর ক্যারি সাইমন্ডসকে বিয়ে করার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই সময় বরিস জনসন জানান, তারা বিয়ে করার জন্য অঙ্গীকার করেছেন এবং তাদের সন্তান আসছে।

বরিস জনসন ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৫৬ বছর বয়সী বরিস জনসন ও ৩৩ বছর বয়সী ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল। গতবছর লন্ডনের একটি হাসপাতালে তাদের প্রথম সন্তান উইলফ্রেড লরি নিকোলাস জন্মগ্রহণ করে।

বরিস জনসন এর আগে আরও দুটি বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর  নাম ম্যারিনা হোয়েলার। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন বরিস ও হোয়েলার। ওই সংসারে চারটি সন্তান রয়েছে।

বরিস জনসনের প্রথম স্ত্রীর নাম অ্যালেগ্রা মস্টিন ওয়েন। ১৯৮৭ সালে ওই নারীকে বিয়ে করার ৬ বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। 

Link copied!