বিল গেটসকে ‘আমেরিকান বন্ধু’ সম্বোধন শি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৬, ২০২৩, ১১:২৫ পিএম

বিল গেটসকে ‘আমেরিকান বন্ধু’ সম্বোধন শি জিনপিংয়ের

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস চীনে সফরে গিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার পর জিনপিং তাঁকে আমেরিকান বন্ধু বলে সম্বোধন করেন।

শুক্রবার বিল গেটসের সাথে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট বৈঠক করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জিনপিং বৈঠকে বিল গেটসকে বলেন, ‘আমরা সবসময় আমেরিকান জনগণের ওপর আমাদের আশা রেখেছি। আমি দুই দেশের জনগণের মধ্যে অব্যাহত বন্ধুত্বের প্রত্যাশা করছি।’

এ সময় জিনপিং আরও বলেন, ‘আপনাকে দেখে আমি খুব খুশি। প্রায় তিন বছর ধরে আমাদের দেখা হয়নি। আপনি এমন একজন মানুষ যিনি চীনের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। আপনি আমাদের পুরোনো বন্ধু।’

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বৈঠকে গেটস বর্তমান পরিস্থিতি এবং চীনের সাথে ভবিষ্যত সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

চীনের কঠোর করোনাবিধি উঠে যাওয়ার পর দেশটিতে সফরে যাওয়া পশ্চিমা ব্যবসায়ী নেতাদের মধ্যে অন্যতম বিল গেটস।

Link copied!