বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলকে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৭:২৭ পিএম

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলকে

বিশ্বের জনসংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। লতি বছরের ১৫ নভেম্বরে মোট জনসংখ্যা দাঁড়াবে ৮০০ কোটিতে। তাছাড়া আগামী বছর বিশ্বের জনবহুল দেশ হিসেবে চীনকে পেছনে ফেলবে ভারত। জাতিসংঘের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ জানায়, বিশ্বের জনসংখ্যা একশ কোটিতে পৌঁছাতে কয়েক হাজার বছর লেগেছিল। এই জনসংখ্যা সাতগুণ হতে সময় লাগে মাত্র দুইশ বছর। ২০১১ সালে এসে বিশ্বের জনসংখ্যা দাঁড়ায় সাতশ কোটিতে।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালে বিশ্ব জনসংখ্যা সাড়ে ৮০০ কোটিতে পৌঁছাবে ও ২০৫০ সালে জনসংখ্যা দাঁড়াবে নয়শ ৭০ কোটিতে। ২০৮০ সালে এই সংখ্যা দাঁড়াবে প্রায় এক হাজার ৪০ কোটিতে।

Link copied!