বড়দিনে সম্পদ আর ক্ষমতার লোভের সমালোচনা করলেন পোপ ফ্রান্সিস

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ১২:৫৮ পিএম

বড়দিনে সম্পদ আর ক্ষমতার লোভের সমালোচনা করলেন পোপ ফ্রান্সিস

মানুষের সম্পদ ও ক্ষমতার প্রতি লোভের সমালোচনা ও নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস। বড়দিন উপলক্ষে দেওয়া এক ভাষণে ‘সম্পদ ও ক্ষমতার জন্য মানুষের ক্ষুধার’ নিন্দা জানান তিনি।

বড়দিনের প্রাক্কালে শনিবার ভ্যাটিকানে এক প্রার্থনাসভায় ইউক্রেইন যুদ্ধ এবং বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

ভাষণে তিনি আরও বলেন, ‘যদিও প্রাণীরা তাদের জায়গায়ই খাবার খায়, তারপরও আমাদের পৃথিবীতে নারী-পুরুষ সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় এমনকি তাদের প্রতিবেশী, তাদের মা ও বোনদেরও গ্রাস করে।’

এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করলে পোপ ফ্রান্সিস রাশিয়াকে দোষারোপ না করে সতর্ক করেছিলেন। এ জন্য তিনি ইউক্রেনের জনগণের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তবে গত জুনে তিনি রুশ বাহিনীর নৃশংসতার নিন্দা করেছিলেন।

Link copied!