করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।দিনে দিনে কমে আসছে করোনায় মৃত্যু, শনাক্ত ও সক্রিয় রোগীর সংখ্যা। গত ৫০ দিনের মধ্যে সবচেয়ে কম সংখ্যক মানুষ সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন। আর মুত্যর সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। দেশটির রাজ্যে রাজ্যে লকডাউন চলমান থাকায় করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনায় মৃত্যু
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে সোমবার (৩১ মে) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ১২৮ জন মারা গেছেন। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মোট ৩ লাখ ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হলো। রবিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪৬০ জনের। এই নিয়ে ওইদিন পর্যন্ত দেশটিতে মোট ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়। শনিবার (২৯ মে) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ৩ হাজার ৬১৭ জন। ওইদিন পর্যন্ত দেশটিতে মারা যায় ৩ লাখ ২২ হাজার ৫১২ জন।
করোনায় আক্রান্ত
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ৫০ দিনের মধ্যে সোমবার (৩১ মে) গত ২৪ ঘন্টায় সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন। এনিয়ে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন।
রবিবার (৩০ মে) গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। এনিয়ে দেশটিতে ওইদিন পর্য্ন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন।
শনিবার (২৯ মে) গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে। এ নিয়ে দেশটিতে ওইদিন পর্যন্ত মোট শনাক্ত হয় ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন।
করোনায় সুস্থ ও সক্রিয় রোগী
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণ কম এবং সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে গত দুই সপ্তাহ ধরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। সোমবার (৩১ মে) পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৩৪২ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০। শনিবার (২৯ মে) পর্যন্ত দেশটিতে সুস্থ হয় ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৯৫২ জন।
বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৯২ জন। রবিবার (৩০ মে) পর্যন্ত দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২১ লাখ ১৪ হাজার ৫০৮ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২২ লাখ ২৮ হাজার ৭২৪।
দেশটিতে এ পর্যন্ত ২১ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ১২৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। রবিবার (৩০ মে) পর্যন্ত টিকা দেওয়া হয়েছিল ২১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৬১৪ ডোজ।