ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৪৩ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২১, ০৪:৪৪ পিএম

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৪৩ জন নিহত

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ চার দেশের কমপক্ষে ৪৩ জন মারা গেছেন। লিবিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার পথে শনিবার (৩ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জারজিসে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন। গত ২৮ ও ২৯ জুন লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন বলে জানিয়েছেন উদ্ধাররা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে ২০ হাজারেরও বেশি শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ও জাহাজডুবিতে প্রাণ হারিয়েছেন। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন কমপক্ষে ৮৬৬ জন। গত এপ্রিলে তিউনিসিয়া উপকুলে নৌকা ডুবে মারা গেছেন ৪০ জেনের বেশি মানুষ। এর আগের মাসে মারা গেছেন ৩৯ জন। গত বছরের জুন মাসে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন ৬০ জন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব থেকে জানা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৮০০ জন ইতালি পৌঁছেছে। গত বছর এ সময়ের মধ্যে ইতালিতে পৌঁছতে পারা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৬ হাজার ৭০০।

সূত্র: রয়টার্স।

Link copied!