মার্ক রুটের পদত্যাগ, ভেঙে গেল নেদারল্যান্ডস সরকার

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৩, ০৩:৩৬ পিএম

মার্ক রুটের পদত্যাগ, ভেঙে গেল নেদারল্যান্ডস সরকার

সংগৃহীত ফাইল ছবি

অভিবাসন নীতি নিয়ে শরিক দলের বিরোধের কারণে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে মার্ক রুটের সরকার পদত্যাগ করেছে। এর ফলে দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী মার্ক রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি প্রস্তাব দিলে জোট সরকারের দুই দল তা মানতে অস্বীকৃতি জানায়।

মূলত নেদারল্যান্ডসে আশ্রয় নেওয়া যুদ্ধশিশুদেরও দেশটিতে থাকতে না দেওয়ার প্রস্তাবে সমর্থন চাইলে অপেক্ষাকৃত ছোট দল ক্রিস্টিয়ান ইউনিয়ন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি তা না মানার কারণে   রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী মার্ক রুট পদত্যাগের ঘোষণা দেন।

দীর্ঘ ১৩ বছর ধরে শাসন ক্ষমতায় থাকার পর স্থানীয় সময় শুক্রবার রাতে পদত্যাগের ঘোষণা দেন ৫৬ বছর বয়সী প্রধানমন্ত্রী মার্ক রুট।

৫৬ বছর বয়সি রুট নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সরকার পরিচালনাকারী নেতা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরির ভিক্টর ওর্বানের পরই তিনি দীর্ঘদিন ধরে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

মার্ক রুট পদত্যাগ করলেও জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তিনিই দেশ পরিচালনা করবেন।  

গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসে রুটের নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার। ২০১০ সালের অক্টোবরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন মার্ক রুট।বর্তমান সরকার নিয়ে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Link copied!