মিয়ানামারে জান্তার বিরুদ্ধে ছায়া সরকারের যুদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:৩১ পিএম

মিয়ানামারে জান্তার বিরুদ্ধে ছায়া সরকারের যুদ্ধ ঘোষণা

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার। ‘জাতীয় ঐক্যের সরকার’ নামে পরিচিত ছায়া সরকারটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় লাশি লা বলেন, ‘জনগণের জান মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েই আমরা সামরিক জান্তার বিরুদ্ধে এই ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করছি’। তিনি আরো বলেন, ‘গণআন্দোলন হিসেবে মিয়ানমারের প্রতিটি নাগরিক মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক সরকারের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ গ্রহণ করেছে’

ভিডিওটিতে দুয়া লাশি লা মিয়ানমারের জান্তা সরকারকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে বলেন, ‘আজ থেকে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারিকে কাজে যোগ না দিতে আহ্বান জানাচ্ছি’।

এসময় তিনি, মিয়ানমার থেকে সামরিক শাসন চিরতরে সমূলে উৎপাটিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমারা আগমীতে জনকল্যানের লক্ষ্যে একটি শক্তিশালী ফেডারেল সরকার গঠন করতে চাই‘।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে হঠিয়ে জোর করে ক্ষমতা দখল করে। তারপর থেকেই দেশটিতে আবারো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সেসময় জান্তা সরকার বিরোধী আন্দোলনে প্রায় ১ হাজার মানুষ নিহত হন। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ নাগরিককেও।

Link copied!