মেক্সিকোর উত্তরাঞ্চলে গুলিবিদ্ধ ১৮টি মৃতদেহ উদ্ধার করা করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার দেশটির জাকাটেকাস রাজ্যের একটি গ্রাম্য এলাকা থেকে পুলিশ ওই মৃতদেহগুলো উদ্ধার করে।
রাজ্য পুলিশের ধারণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে কারবারীদের প্রতিপক্ষের বন্দুকযুদ্ধে ওই ব্যক্তিরা মারা যেতে পারে।
জাকাটেকাস রাজ্যের নিরাপত্তা বিভাগের মুখপাত্র রোসিও আগুইলারের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, প্রত্যন্ত একটি গ্রাম্য এলাকায় ওই মৃতদেহগুলো পাওয়া গেছে। ভালপারাইসো শহরে সিনালোয়া এবং জালিসকো কার্টেল গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের পর ওই ব্যক্তিরা নিহত হয়েছে বলে আলামত রয়েছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, জাকাটেকাসে এক সময় আধিপত্য ছিল জেটাস কার্টেলের। বর্তমানে ওই এলাকা সিনালোয়া, জালিসকো, গালফ অ্যান্ড নর্থইস্ট কার্টেল এবং জেটাসের ক্ষয়িষ্ণু গ্রুপ নিজেদের দখলে নেয়ার চেস্টা করছে।
মাত্র দুই দিন আগে প্রতিবেশি রাজ্য সান লুইস পোটোসি রাজ্য থেকে অপহরণের শিকার হওয়া দুজন পুলিশ অফিসারের মৃতদেহ জাকাটেকাসের রাজধানী থেকে উদ্ধার করা হয়। এছাড়া একইদিন প্রতিবেশী একটি শহরে ৭ জনের গুলিবিদ্ধ মৃতদেহও উদ্ধার করেছিল পুলিশ।