রাজপ্রাসাদে নয়, স্কটল্যান্ডের প্রাসাদ দুর্গে শপথ নেবেন লিজ ট্রাস

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৭:০০ পিএম

রাজপ্রাসাদে নয়, স্কটল্যান্ডের প্রাসাদ দুর্গে শপথ নেবেন লিজ ট্রাস

বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং নব নির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হবে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ দুর্গে। সাধারণত নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান করা হয় লন্ডনের বাকিংহাম রাজপ্রাসাদে। তবে  গ্রীষ্মকালীন ছুটি কাটাতে রানি দ্বিতীয় এলিজাবেথ বর্তমানে রয়েছেন স্কটল্যান্ডে রয়েছেন। একারণেই এবার বাকিংহাম রাজপ্রাসাদের বদলে স্কটল্যান্ডের প্রাসাদ দুর্গে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

রানি দ্বিতীয় এলিজাবেথের একান্ত ব্যক্তিগত প্রাসাদ এটি। স্কট-বারোনিয়াল স্টাইলের এই বালমোরাল প্রাসাদটি প্রায় ৫০ হাজার একর জমির উপর। প্রাচীন ক্যালিডোনিয়ান স্টাইলে তৈরি এই প্রাসাদটি। এই প্রাসাদ লাগোয়া বেশ কিছু প্রাচীন বাংলোও রয়েছে।

বিবিসি, রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট দিয়ে শুরু হবে নতুন প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানের কর্মসূচি। শেষবারের মতো বাসভবন ছাড়ার আগে বিবৃতি দেবেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।  

এরপরই  স্কটল্যান্ডে গিয়ে রানির হাতে পদত্যাগ পত্র তুলে দেবেন তিনি। ইস্তফাপত্র হাতে পাওয়ার পর কনজারভেটিভ পার্টির নবনির্বাচিত নেত্রী লিজ ট্রাসকে  সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর নতুন প্রধানমন্ত্রীর নাম রাজপরিবারের নথিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রায় সঙ্গে সঙ্গেই হবে শপথ গ্রহণ। শপথ হয়ে গেলে লিজ ট্রাস ফিরে আসবেন লন্ডনে।

লন্ডনে ফিরেই নতুন প্রধানমন্ত্রী সোজা চলে যাবেন ১০ নং ডাউনিং স্ট্রিটে।  সেখানে বিকেল ৪টার দিকে ভাষণ দেবেন তিনি। তারপর ক্যাবিনেটের সদস্যদের নাম ঘোষণা করবেন নতুন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ধীরে ধীরে শপথ নেবেন ওই ক্যাবিনেটের সদস্যরা।

Link copied!