শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ১০:২৩ এএম

শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গতকাল সোমবার সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ কথা বলেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটো প্রাধান বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসাবে এখন শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট পুতিন। এটি খুবই ভয়াবহ এবং আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এ কারণেই ন্যাটোর মিত্র দেশগুলো ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বাড়িয়েছে।’

জেনস স্টলটেনবার্গ আরও বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সুবিধার জন্য শীত, তুষার এবং বরফ ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।’

মিত্র দেশগুলো কিয়েভকে অভূতপূর্ব সামরিক সহায়তা দিচ্ছে উল্লেখ করেন জেন্স স্টোলটেনবার্গ আরও বলেন, পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলো ইউক্রেনকে জ্বালানি, চিকিৎসা সামগ্রী, শীতকালীন সরঞ্জাম, ড্রোন, জ্যামার প্রভৃতি সরবরাহ করছে।

এর আগে শনিবার ন্যাটো মহাসচিব বলেছিলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে ন্যাটো। কিয়েভের প্রতি সমর্থন থেকে আমরা পিছু হটব না।’

Link copied!